ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য আবেদন

প্রাপক:

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সেগুনবাগিচা, ঢাকা

 

বিষয়: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য আবেদন।

 

মহামহিম,

বিনীত শ্রদ্ধা ও সম্মানের সাথে আমরা, ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটি জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। বর্তমানে ফিনল্যান্ডে আনুমানিক ২৫,০০০-এর বেশি বাংলাদেশি নাগরিক স্থায়ীভাবে বসবাস করছেন, যাদের অনেকে ছাত্র, কর্মজীবী, ব্যবসায়ী এবং পরিবারসহ দীর্ঘ সময় ধরে এই দেশে বসবাস করে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের কোনো পূর্ণাঙ্গ দূতাবাস ফিনল্যান্ডে এখনো স্থাপিত হয়নি। বাংলাদেশ সংক্রান্ত প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য সকলকে সুইডেনের স্টকহোমে যেতে হয়, যা অনেক সময়, অর্থ ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে—

• যেসব প্রবাসী গর্ভবতী নারী, অসুস্থ ব্যক্তি অথবা যাদের ছোট ছোট শিশু রয়েছে, তাঁদের জন্য এই দীর্ঘ ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কষ্টসাধ্য এবং নিরাপত্তাহীন।

• অনেক সময় গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, মুলুকপত্র ইত্যাদি সময়মতো না করতে পারায় তারা আইনি জটিলতা ও অর্থনৈতিক সমস্যায় পড়েন।

• বাংলাদেশি ছাত্রছাত্রী, যারা পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করেন, তারা ছুটি পায় না বলে সুইডেনে গিয়ে সেবা গ্রহণ করতে পারেন না।

• অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর প্রয়োজনীয় নথি সময়মতো নবায়ন না হওয়ায় বাংলাদেশের সাথে সম্ভাব্য বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

ফিনল্যান্ড একটি উচ্চ প্রযুক্তিনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ, যেখানে বাংলাদেশ চাইলেই আধুনিক শিক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও শ্রমবাজারে আরও শক্তিশালী অবস্থান নিতে পারে। কিন্তু হেলসিংকিতে দূতাবাস না থাকায়, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক উপস্থিতির ঘাটতি একটি বড় প্রতিবন্ধকতা হয়ে আছে। কেন হেলসিংকিতে দূতাবাস প্রয়োজন তা সংক্ষেপে তুলে ধরা হলো:

১. কনস্যুলার সেবার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য: পাসপোর্ট, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ভিসা, পিআর সংক্রান্ত কাজ, নোটারাইজেশন, পাওয়ার অব অ্যাটর্নি ইত্যাদি।

২. প্রবাসী কল্যাণে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য: গর্ভবতী নারী, শিশুসন্তানসহ প্রবাসী পরিবারগুলোর চাহিদা মেটাতে দ্রুত সেবা নিশ্চিত করা।

৩. বাংলাদেশ-ফিনল্যান্ড সম্পর্ক জোরদারে: রাষ্ট্রীয় ও কূটনৈতিক যোগাযোগ, ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা, আইটি এবং গবেষণা সহযোগিতার দ্বিপাক্ষিক পথ উন্মুক্ত করা।

৪. ইমেজ বিল্ডিং ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে: প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, সংস্কৃতি বিনিময় ও জনসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দূতাবাস শুধু কনস্যুলার সেবাই দেবে না, বরং এটি হবে বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতার এক শক্তিশালী প্রতীক এবং প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার বাস্তব পদক্ষেপ। অতএব, আমরা ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা বিনীতভাবে অনুরোধ করছি - আপনার সদয় দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে হেলসিংকি শহরে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস স্থাপনের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে গ্রহণ করা হোক।

আন্তরিক কৃতজ্ঞতা সহ, ফিনল্যান্ডস্থ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে,

কামরুল হাসান জনি, জামান সরকার               

হেলসিংকি, ফিনল্যান্ড

তারিখঃ ৩.৮.২০২৫

📞 মোবাইল: +358 40 512 9920,  +358 40 900 9610 

Sign this Petition

By signing, I accept that Zaman Sarker will be able to see all the information I provide on this form.

We will not display your email address publicly online.

We will not display your email address publicly online.

I give consent to process the information I provide on this form for the following purposes:




Paid advertising

We will advertise this petition to 3000 people.

Learn more...